স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
চট্টগ্রাম লোহাগাড়া মহাসড়কে বিভিন্ন ভাবে প্রাণ হারাচ্ছে মোটর সাইকেল আরোহীরা। থেমে নেই এই অনাকাক্ষিত মৃত্যু। এমনই এক মারাত্বক সড়ক দুূর্ঘটনায় প্রাণ গেল হাবিবুর রহমান (১৯) নামে এক মোটর বাইক আরোহীর।
ঘটনাটি ঘটেছে আজ ১১ জানুয়ারী বিকাল তিন টার সময় চুনতি জঙ্গলিয়া এলাকার মহাসড়কে। সাথে থাকা অপর আরোহী মোহা: জাবেদ (১৮) আহত হন। নিহতের বাড়ী লোহাগাড়া উপজেলার আধুনগর কুলাপাগলী এলাকায়।
পিতার নাম মোহাম্মদ বাবুল। হাবিবুর রহমান চট্টগ্রাম পলিটেকনিকেল কলেছে অধ্যায়ণরত ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের জানান, তারা দু বন্ধু আজ মোটর সাইকেল যোগে পার্বত্য জেলার লামা উপজেলার আজিনগরে একটি টার্ফে অংশ নেওয়ার জন্য আরকান সড়ক দিয়ে রওনা হন।
ওই অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে চট্টগ্রাম অভিমূখী মার্সা পরিবহন (যাহার রেজিঃ নং চট্টগ্রাম-ব-১১-১১৪৮) গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী হাবিবুর রহমান প্রাণ হারায়।
পক্ষান্তরে আহত জাবেদ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা দ্রুত একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তারা মার্সা পরিবহন গাড়িটি জব্দ করা হয়। ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা যায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ