মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :
শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। বুধবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এর আগে সকালে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জমান আসাদ। বুধবার সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে তিনি শপথের কাগজে স্বাক্ষর করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, মোহনপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক এনামুল হক, ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রফিক, হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বড়গাছি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাগর, দর্শনপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাব্বির আলী, পারিলা ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদ আলীসহ পবা মোহনপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ