আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
বহুল প্রচলিত ও প্রসিদ্ধ মাগফিরাতের রাত সমূহের মধ্যে সব-ই বরাত বা শাবানের দিবাগত রাত। এ রাতে আল্লাহ সুবহানাহু তাআ'লা তার মহব্বতের বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা তোমরা আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেবো।
আমরা মানুষ! আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন! জীবন দিয়েছেন! আমাদের সুখের জন্য বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন! সংক্ষেপে যদি বলি আল্লাহ সুবাহানাহু তাআলার ভাষায় "তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না বা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে "
শুধুমাত্র আল্লাহ সুবহানাতায়ালার নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি সারাটা জীবন তার কাছে বিলিয়ে দেই তবুও তো কমতি হবে!
আমরা কি সারা জীবন তার কথা মত চলতে পারছি! তার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি! এক কথায় উত্তর আসবে না!
উপরোন্ত:পদে পদে তার হুকুম লংঘন করছি! বরং নিজেকে! নিজের চিন্তা ভাবনাকে! নিজের ক্ষমতাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি! আমি যে আল্লাহ সুবহানাতায়ালার গোলাম! তিনি আমার মালিক! মালিকের সন্তুষ্ট মোতাবেক জীবন যাপন করা প্রত্যেক গোলামের দায়িত্ব ও কর্তব্য। আমরা কি তা করতে পেরেছি! এক কথায় উত্তর আসবে না!
এই না না জীবন নিয়ে আমরা কিভাবে তার কাছে মুখ দেখাবো! কিভাবে দন্ডায়মান হবো! একটিবারও চিন্তা করেছি!
আজ আমাদের সুবর্ণ সুযোগ মালিকের সন্নিকটে পৌছা,তার কাছে জীবনের যাবতীয় কর্মকাণ্ডের জন্য নিঃশর্তে মাফ চাওয়া! তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, তিনি মাফ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মাফ করবেন, তাকে আমাদের মাফ করতেই হবে, একটু নিরবে নিভৃতে দু চোখের পানি ফেলে মাফ চাওয়াটাই আমাদের দরকার ইনশাআল্লাহ তিনি আমাদেরকে মাফ করবেন।
প্রিয় ভাই আমার! প্রিয় বন্ধু আমার!
একটু নিরবে!নিবৃত্তে মাফ চান আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে আর আমাকেও দোয়ায় শরিক রাখবেন এই প্রত্যাশা করি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ