খুলন ব্যুরো প্রধান আবু বকার সিদ্দীক হিরা:
বাগেরহাটের শরণখোলায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ মাঠে দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলার স্থানীয় প্রতিনিধি শাইখ সাইফুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে পানির সমস্যা নিরসনে এলাকায় একটি পানি শোধনাগার স্থাপন করা হয়।
আস সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলা স্থানীয় প্রতিনিধি শাইখ সাইফুল্লাহ বলেন, অসহায় দরিদ্র মানুষদের শীত নিবারণের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল জ্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া এই এলাকায় পানির সমস্যা দূর করতে একটি পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। এই শোধনাগারের মাধ্যমে গ্রামের পাঁচ শতাধিক পরিবার উপকৃত হবে। আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ