হাবিবুর রহমান মিরাজ চরফ্যাসন(প্রতিনিধি: ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় সকল শহীদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে চরফ্যাসনের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে চরফ্যাসন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে সমবেত হয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের করে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শহীদি মার্চ কর্মসূচির আওতায় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসন স্কয়ারের শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হন। বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।