মোঃ তারেক রহমান শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাএ ও জনতার আনদোলনে আওয়ামী সৈরাচারের পতনের পর বিভিন্ন ভাবে তার দোসরা দল বদল ও বিভিন্ন রং মেখে শহীদের রক্তের সাথে তামাশা করছে। তেমনি এক ন্যাককার জনক ঘটনার জন্ম দিলেন এনায়েত পুর থানার খুকনীর ফিরোজ হাসান অনিক। বিগত আওয়ামী শাসন আমলে জেলার সকল এমপি ও দলের বিভিন্ন নেতাদের সাথে ছিল নিবিড় যোগাযোগ। অথচ সরকার পরিবর্তনের সাথে সাথেই একেবারে তাক লাগিয়ে দিলেন এলাকার সাধারণ জনগনকে। গত একুশে সেপ্টেম্বর এনায়েত পুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাসিনা পতন আনদোলনে শহীদ ও আহতদের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বি এন পি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমিরুল ইসলাম আলিম, সহ জেলা বিএনপি ও শাহজাদপুর উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেত জনাব ডক্টর এম এ মুহিত। উক্ত সমাবেশ শুরু হওয়ার আগে গোপনে এক আলাপচারিতার মাঝেই রুহুল কবির রিজভী আমিরুল ইসলাম খান আলিমের সাথে তুলে ফেলেন এক ছবি আবার তার নিজ ফেসবুক থেকে পোস্ট করেন। তার এই আচরণে বি এন পির বিভিন্ন নেতারা হতাশা ব্যক্ত করেন। এলাকার সাধারণ মানুষ এই আচরণ মেনে নেয় নি। বিগত আওয়ামী শাসন আমলে ফিরোজ হাসান অনিক ও তার সহপাঠীরা ভোট কেন্দ্র দখল করে নানারকম নির্যাতনের মাধ্যমে নৌকায় ছিল মেরে মানুষের ভোটাধিকার হরন করত।শুধু ভোট কেন্দ্র নয় এলাকার সাধারণ মানুষের জায়গা দখল, বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এছাড়া তার ঘনিষ্ঠ বন্ধু সাবেক এম পি মমিন মন্ডল, সাবেক এম পি চয়ন ইসলাম, সাবেক এমপি মেরিনজাহান কবিতা সহ সোনালী ব্যাংক কেলেংকারী তে জড়িত সিরাজগঞ্জ সদর এর সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরি। অত্যাচার মূলক এমন কোন কাজ নাই যা সে করেনি। অতএব সাধারণ মানুষের জান ও মাল এদের থেকে রক্ষা করার জন্য প্রশাসনিক সহায়তা জরুরি।