ভোলা প্রতিবেদক:
ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, জেলার দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আনসার ও পুলিশ বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হবে। এছাড়াও বাংলাদেশ নৌ-বাহিনী, কোস্টগার্ড, RAB এর টহল কার্যক্রম চলমান থাকবে। দূর্গা পূজা উপলক্ষে কোনো ধরনের মাদক সেবন, জুয়া, হাউজি সহ কোনো অনৈতিক কাজ করা যাবে না। এছাড়াও কোনো ধরনের আতশবাজি, ডিজে পার্টি এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।যানজট নিরসনে পূজা বিসর্জনের দিন প্রধান সড়কে টমটম, সিএনজি, অটোরিকশা চলাচলের ক্ষেত্রে যাতে বিসর্জনে কোন সমস্যা না হয় সেদিকে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নজর রাখবে।
বিসর্জনের দিন বিসর্জন স্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থাকবেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোলা জেলার দূর্গা পূজায় তেমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। আশা করছি এবারও সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপন করতে পারবেন। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জন্য আবেদন জানান।
এছাড়াও অধিক নিরাপত্তার জন্য প্রত্যেক পূজা মণ্ডপে সি’সি’টি’ভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠুভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে তারা নিজেরা সবোর্চ্চ সতর্ক থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবোর্চ্চ সহযোগীতা কামনা করেন।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক, ভোলা জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, ভোলা জেলা নৌবাহিনী ক্যাম্প কমান্ডার আরাফাত চৌধুরী, ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম, ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, ভোলা জেলা বিজেপির সভাপতি, সাধারণ সম্পাদক, ভোলা জেলা কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান, ভোলা জেলা র্যাব ৮ এর কমান্ডার, ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ, ভোলার ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।
উল্লেখ্য যে, ভোলা জেলার উপজেলায় সর্বমোট ১১২ টি পূজা মণ্ডপে দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা যায়।