মো: আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রীজের দক্ষিন পাড় এলাকার তৈল পাম্পের সামনে বুধবার সন্ধায় ট্রাক ও অটোভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ২জন নিহত ও অটো ভ্যানচালক আহত হয়েছে। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার রুববাটী ইউনিয়নের বিলকলমি গ্রামের আনসার তালুকদার(৫৮) ও তার স্ত্রী ফরিদা খাতুন(৪৭) এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর খোরশেদ আলম জানান,আজ বুধবার ২৪ই জানুয়ারি সন্ধ্যায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রীজের দক্ষিণপাড় এলাকার তৈল পাম্পের সামনে একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানের ২ যাত্রী স্বামী-স্ত্রী ও চালক আহত হয়। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বামী আনসার তালুকদার ও স্ত্রী ফরিদা খাতুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্বামী ও স্ত্রী একই সাথে মারা যাওয়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায় নি। তিনি আরও জানান ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করে পাশের তৈলপাম্পে রেখে দেয়। ঘাতক ট্রাক ও চালক কে আটক করা যায়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ