মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হলো।
আজ সোমবার (২৯জানুয়ারী)দুপুর ১২টায় উপজেলা পরিষদের চত্বরে দুদিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। মেলাতে বিভিন্ন স্কুল ও কলেজের মোট ৯টি স্টল রয়েছে। আরো থাকছে কুইজ প্রতিযোগিতা,বিজ্ঞান বিষয়ক সেমিনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিতির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন স্মাট বাংলাদেশের সিটিজেন হবে স্মাট। শাহজাদপুরের মানুষদের স্মাট সিটিজেন হিসাবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ শাহজাদপুর উপজেলা হয়ে উঠবে স্মাট উপজেলা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।