মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
সিরাজগঞ্জ শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। পহেলা ফাল্গুন ১৪ই ফেব্রয়ারী বুধবার সকাল ৭টায় থেকে বসন্ত বরণ উৎসব শুরু হয়ে চলে সাড়ে ১১ টা পর্যন্ত। এ উৎসব অনুষ্ঠানের মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশ গ্রহণে নাচ-গান ও আবৃত্তি। এ উৎসবের উদ্বোধন করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি হুমায়রা সিদ্দিকা, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি করেন। রংধনু মডেল স্কুলের হাজারো শিক্ষার্থী ও অভিভাবকরা মন্ত্রমুগ্ধের মতো বসস্ত বরণের বর্ণাঢ্য এই আয়োজনটি উপভোগ করেন।