সিলেট ব্যুরো অফিস:
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০/-(চুয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চল্লিশ) টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক, ০২ (দুই) জন গ্রেফতারঃ
১৬/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২২.২৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে মধু মিঠাই নামক দোকানের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে ০১ (এক) টি হলুদ ও নীল রংয়ের লালন শাহ ট্রান্সপোর্ট লেখা কার্ভাড ভ্যান, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ট-১১-২০২১ আটক সহ ০২ (জন) জনকে গ্রেফতার করা হয়।
আটক পণ্যসমূহের বিবরণ:১. Red Bull ENERGY DRINK: ৪,৫৩৬ পিস, মোট মূল্য ১৪,৯৬,৪৪০/- টাকা, ২. NEHA Fast Colour মেহেদী: ১৪,৪০০ পিস, মোট মূল্য ৬,৪৮,০০০/- টাকা, ৩. ST ব্যান্ডের চশমা: ৪,৮০০ পিস, মোট মূল্য ২৮,৮০,০০০/- টাকা, ৪. Ten-London EYEWEAR ব্যান্ডের চশমা: ১,০২০ পিস, মোট মূল্য ৬,১২,০০০/- টাকা, ৫. ভারতীয় শাড়ী: ৩৫৪ পিস, মোট মূল্য ১০,৬২,০০০/- টাকা, ৬. ভারতীয় থ্রি-পিছ: ২৭৬ পিস, মোট মূল্য ৬,০৭,২০০/- টাকা, ৭. ভারতীয় লেহেঙ্গা: ২৩ পিস, মোট মূল্য ১,১৫,০০০/- টাকা, ৮. ভারতীয় জামা (ছোটদের টু-পিস): ৪২ পিস, মোট মূল্য ৩৩,৬০০/- টাকা, সর্বমোট মূল্য: ৭৪,৫৪,২৪০/- টাকা (চুয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চল্লিশ)।
গ্রেফতারকৃত আসামী:১. সিরাজুল ইসলাম (২৬), পিতা: তরফদার জালাল, মাতা: হাওয়া বেগম, গ্রামের ঠিকানা: পিত্যে, থানা- রামপাল, জেলা- বাঘেরহাট। ২. শিমুল মোল্লা (২৭), পিতা: মোঃ বক্কার মোল্লা, মাতা: আছমা বেগম, গ্রামের ঠিকানা: পিত্যে, থানা- রামপাল, জেলা- বাঘেরহাট।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-১৬, তারিখ- ১৭ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ