মাহমুদুল হক,টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলের গভীর সাগরে জেলের জালে ধরা পড়েছে ৬ লক্ষ টাকার লেজ টুনা মাছ।
খবর পেয়ে মাছ গুলো দেখতে স্থানীয় মাছ ব্যবসায়ীদের ভিড় লেগে যায়।
ট্রলার থেকে নামানোর সময় মাছ গুলো ৭-৮ জন জেলে কাঁধে নিয়ে মিছিল সহকারে নিয়ে আসে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে।
ট্রলারের মালিক সাংবাদিক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছ গুলো নিয়ে আসে জেলেরা।
মাছ গুলো আমি মহান আল্লাহ তা’য়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ট্রলারের মাঝি আবুল হাসিম বলেন,৭ আগে আল্লাহ মহান নামের একটি ট্রলার নিয়ে ১৬ জন জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাই।
পরে বুধবার সেন্টমার্টিন সংলগ্ন মৌলভীরশীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই গুলো ধরা পড়ে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,এই মাছ গুলো লেজ টুনা মাছ হিসেবে পরিচিত। এই মাছ গুলো খেতে খুব সুস্বাদু।