চাঁদপুর জেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ১৫
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার কর্মকর্তা টাকা আত্মসাৎদের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের লাশ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার পঞ্চম তলার একটি রুম থেকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে তার বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের রুমে থাকা সহকর্মী নাজিম উদ্দিন দরজার কড়া নাড়ান। এ সময় ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে তিনি বিষয়টি শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করেন। পরে তিনি শাহরাস্তি থানাকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে সকাল ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, সোমবার (১৪ এপ্রিল) জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তি থানা পুলিশ আটক করে। স্থানীয়রা জানান, উক্ত টাকা আত্মসাতে রাকিবুল হাসান জড়িত থাকায় তিনি আত্মহত্যা করেছেন। রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ