লিপি (সহকারী শিক্ষক)
জমিদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সিরাজদিখান মুন্সিগঞ্জ।
শিক্ষক আমি প্রাথমিকের
আমি যে সর্বেসর্বা।
অবুঝ শিশুর মায়ের অভাব
আমি মিটাই যে,
ক্লাসে বসে কান্না করলে
শান্ত করাই আমি।
ঠান্ডা, কাঁশি,নাক-পরিস্কার
আমিই তখন করি।
সময় বুঝে গান জুরে দেই
প্রয়োজনে নাচি।
অভিনয় বাদেই দিলাম
কত কি যে করি।
একদিন শিশু না আসিলে,
ফোন দিয়ে নেই খবর।
দুই দিনের অনুপস্থিতিতে
হোম ভিজিটে চলি।
ভালো,মন্দ খবর নিতে-
তখন ও যাই বাড়ি।
কাটা,ছেরা, হাত-পা ভাঙার
চিকিৎসা দেই আমি।
কৃমিনাশক ঔষধ সেবন,
ওজন আর উচ্চতা মাপন
সাথে আছে চোখ পরিক্ষা,
বাদ যায় না মোটে।
তখন আমি বিজ্ঞ ডাক্তার
আমি যে সব পারি।
পরিষ্কার আর পরিচ্ছন্নতা
বাদ যায় না মোটে।
টয়লেট থেকে শুরু করে
ঝুল,ময়লা সব পরিষ্কার করি।
এডিস মসা ফাইলেরিয়া-
নিধন অভিযানে নামি
শিক্ষক আমি প্রাথমিকের
আমি যে সব পারি।
ছাত্র ভর্তি, শিশু জরিপ
উপবৃত্তি,স্টুডেন্ট প্রফাইল
সবই যে, আমি করি-
তখন আমি কেরানীর
দায়িত্ব পালন করি।
ছাদ বাগান ফুল বাগান
সেটিও আমি করি।
শিক্ষক আমি প্রাথমিকের
আমি যে সব পারি।