মো:জসিম হোসেন ক্রাইম রিপোর্ট কালীগঞ্জ ঝিনাইদহ। কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবার হোসেনের বিরুদ্ধে সহকর্মী শিক্ষক শামীম আহমেদকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।
গত ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের আওয়ামী লীগের একটি পরিত্যক্ত ভবনকে ডিবেটিং ক্লাব হিসেবে ব্যবহারের প্রস্তাব দেন শিক্ষক আজিবার। কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানান শিক্ষক শামীমসহ কয়েকজন। তাদের যুক্তি ছিল, প্রস্তাবিত কক্ষটি বিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবন ও ক্লাসরুম থেকে দূরে অবস্থিত, যা শিক্ষার্থীদের জন্য অসুবিধাজনক হবে।
বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষক আজিবার উত্তেজিত হয়ে শিক্ষক শামীমের মাথায় প্রধান শিক্ষকের ডেস্ক নামফলক দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে শামীম আহমেদ গুরুতর আহত হন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন। এরপর তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা "শিক্ষকের হাতে শিক্ষক নির্যাতন, বিচার চাই" স্লোগান দিতে থাকেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষক আজিবারের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা আরও অভিযোগ করেন যে, আজিবারের আচরণ আগেও একাধিকবার আপত্তিকর ছিল, যা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক আজিবার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন। তিনি বলেন, "আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত চক্রান্ত।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ ঘটনার পর স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ