নিজস্ব প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওয়াতাধীন আওয়াতাধীন গোলমুন্ডা ফাযিল (ডিগ্রি) মাদরাসা। শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে গোলমুন্ডা ফাযিল (ডিগ্রি) মাদরাসা। জেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের কোমলপ্রাণ শিশুদের শিক্ষাসেবা সুনিশ্চিত করতে পথিকৃৎ হিসাবে কাজ করে যাচ্ছে। এবতেদায়ী থেকে ফাযিল শ্রেণি পর্যন্ত প্রায় ১২ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই শিক্ষাঙ্গন।
প্রতিষ্ঠানটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠানটিতে যোগ করেছে এক নতুন মাত্রা। সমগ্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত হওয়ায় মাদরাসার স্বচ্ছতায় এনেছে এক নতুন দিগন্ত।
জানতে চাইলে একাধিক অভিভাবক এই প্রতিবেদককে জানান, “প্রতিষ্ঠানটি অতীতের যেকোনো সময়ের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শ্রেষ্ঠ সময় পার করছে। এজন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষক-কর্মচারীর আন্তরিক মানসিকতার প্রশংসা করেন তারা”।
প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তোজাম্মেল হোসাইন বলেন, “আমি আমার সকল সহকর্মী, অভিভাবক এবং এলাকার সুধীজনদের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সহ মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান সরকারের গৃহীত শিক্ষাখাতে আধুনিকায়ন এবং আধুনিক পদ্ধতির সাথে সঙ্গতি রেখে আমরা নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছি”।