নিজস্ব প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আওতাধীন ভাতগাঁও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলক ভাবে এগিয়ে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রত্যান্ত অঞ্চলে মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা সেবা সু নিশ্চিত করতে প্রথিকৃৎ হিসেবে কাজ করে যাচ্ছে। প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর গণপ্রদচারণায় মুখরিত এই শিক্ষাঙ্গনটি।
প্রতিষ্ঠানটির বিষয়ে জানতে চাইলে একাধিক অভিভাবক এই প্রতিবেদক কে জানান, “প্রতিষ্ঠানটি অতীতের যেকোনো সময়ের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানটির সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শ্রেষ্ঠ সময় পার করছে। পাশাপাশি গরিব ও মেধাবী ছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে ।
নিরিহ,শান্তিপ্রীয়,ধর্মভীরু আভিভাবকরা এখানে মেয়েকে নিরাপদে পাঠাতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন। যারা বিভিন্ন সমস্যার কারনে শিক্ষার আলো থেকে বঞ্চিত হত। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা যত্নের সাথে আপন পরিবেশে শিখতে পারে। কেননা এখানে রয়েছে এক ঝাক দক্ষ , আভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা মন্ডলী। যাদের কর্তব্যনিষ্ঠা ,কমিটির সুদক্ষ ব্যাবস্থাপনা এবং সঠিক প্রশাসনে বিদ্যালয় টি আজ অত্র এলাকার একটা মডেল হয়ে দাড়িয়েছে।
এজন্য প্রধান শিক্ষক ও সভাপতি সহ সকল -কর্মচারীর আন্তরিক মানসিকতার প্রশংসা করেন তারা”।
প্রতিক্রিয়া জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দলিল উদদ্দিন বলেন,
“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
ভাতগাঁও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের
লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, দ্বারা পরিচালিত তাই
আমি আমার সকল সহকর্মীসহ ও সভাপতি মহাদয় এবং এলাকার সুধীজনদের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সহ মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।