হারুন অর রশীদ
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে মাহে রমজান ও ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তরে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আহসান হাবিব সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মোকামতলা একটি জনগুরুত্বপূর্ণ বন্দর। দেশের সংকট মুহূর্তে মোকামতলার দায়িত্ব প্রাপ্ত আইসি, থানার ওসিসহ পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তৎপরতায় এই এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি; যা প্রশংসার দাবি রাখে। বগুড়ায় মাটিদস্যু, ইভটিজার,মাদকসেবী ও দাদন ব্যবসায়ীদের ঠাঁই নাই। আইনশৃঙ্খলার অবনতি ঘটলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কঠোর হাতে তা দমন করবে। পুলিশ সুপার আরও বলেন, "সম্প্রতি মোকামতলা বন্দরে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। আমি ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে একটি ফুট ওভার ব্রীজ ও আন্ডার পাস নির্মানের ব্যাপারে কথা বলবো।
এসময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভির হাসান, শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা, মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা চৌধুরী রাজা,মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমীন,মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান, সমাজ সেবক রুহুল আমীন ফটু,শিক্ষক সাইফুল ইসলাম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ