হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে গলায় দঁড়ি দিয়ে মুশফিকুর (১৬) নামে এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে। আজ সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত মুশফিকুর(১৬) খেরুয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. শামীমের ছেলে। তিনি জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, রাতে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো। মুশফিকুরও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো। সকালে উঠে বাড়ির পাশে একটি মেহগনি গাছের সাথে তাঁর ঝুলন্ত মরদেহ দেখা যায়। স্থানীয়রা জানান, আমরা শুনেছি মুশফিকুর দীর্ঘদিন ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলো। কিন্তু গতকাল সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে সম্পন্ন হইছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হইছে শুনে মুশফিকুর গলায় দঁড়ি দিয়ে আত্নহত্যা করেছে বলে ধারণা করেন স্থানীয়রা। এঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মাহাবুব হাসান মানবকণ্ঠকে বলেন, আত্নহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আত্নহত্যার কারণ এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ