হারুন অর রশীদ
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বিকালে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ হল রুমে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে এ আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে গেষ্ট অফ অর্নার ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিসিকের পরিচালক অধ্যক্ষ মীর শাহে আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য এ্যডভোকেট মাহফুজ মন্ডল ও দৈনিক ভোরের দর্পনের শিবগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ রুবেল।
অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক করতোয়ার মোকামতলা প্রতিনিধি নুরুল আমিন তালুকদার, জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, কিচক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দেউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন।
এসময় মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, সাংবাদিক আব্দুল বাসেদ, আতিক রহমান, সাজু মিয়া, গোলাম রব্বানী শিপন, জিএম মিজান, গোলজার রহমান, কামরুল হাসান, তাহেরা জামান লিপি, আব্দুর রহিম, শাহজাহান আলী, মিজানুর রহমান, সৈকত, সোহাগ আলী,বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ মোকামতলা মডেল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্য দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ