মাহমুদুল হাসান লিমন,
ব্যুরো প্রধান নরসিংদী:
নরসিংদীর শিবপুর পৌরসভার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুজ্জামান খান এর মেজো মেয়ে ও আকরাম হোসাইন বাবুল মুন্সির স্ত্রী মোসাঃ মার্জিনা পারভিন রিনি’কে শিবপুর পপুলার (প্রা:) হাসপাতাল এর ডাক্তার মোহাম্মদ মাসুদ মান্নান জেসন এর ভুল চিকিৎসার কারনে আকস্মিক মৃত্যুহয়।
গত ১৬-০২-২০২৪ এ মোসাঃ মার্জিনা পারভিন রিনি নামক মহিলা’কে শিবপুর পপুলার (প্রা:) হাসপাতাল এর ডাক্তারের ভুল চিকিৎসার কারনে আকস্মিক মৃত্যুহয়। মৃত মহিলার বাড়ি শিবপুর উপজেলার বান্ধারদিয়া গ্রামে।
মৃত্যু মহিলার বোন’পুত্র আজকালের আলো পএিকায় নরসিংদী জেলা প্রতিনিধি কে জানায়, সকাল থেকে শরীর দূবল ছিলো পরে বিকালের দিকে শিবপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ মাসুদ মান্নান জেসন তাকে প্রেক্রিপশন লেখেন এবং ডাক্তার নিজেই তাকে ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার সাথে সাথে অনুমানিক ৩০ সেকেন্ডের মধ্যে আমার মামুনির খিচুনি উঠে এবং চোখ বন্ধ করে ফেলে তখন ডাক্তার আমাদের বলে ঢাকা নিতে হবে। তখন আমরা ডাক্তার এর কথা মতো রওনা দেই ঢাকার পথে। কিন্তুু রাস্তার মধ্যে অবস্থা খারাপ দেখে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাই নরসিংদী তে কর্তব্যরত ডাক্তার কিছুক্ষনের মধ্যে ঘোষণা দেয় হয় উনি ইন্তেকাল করেছে এখন আমাদের ধারনা ভুল চিকিৎসা করার কারনেই আমার মামুনি মারা যায় এবং এই পপুলার হাসপাতালে আগেও আরো ভুল চিকিৎসার কারনে মানুষ মারা গিয়েছে। তাই এলাকার মানুষ এই হাসপাতাল বন্ধ করতে দাবি জানায়। আরো জানা জায় শিবপুর পপুলার হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ বিকেল ৩ ঘটিকার সময় কলেজ গেট শিবপুর নরসিংদীতে।