দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার শিববাড়ি ব্রিজ ও কয়রা উপজেলার জায়গীর মল ব্রিজের অবৈধ টোল আদায়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। একটা মোটরসাইকেল যাওয়া-আসা (৫ +৫)=১০ (দশ )টাকা ধার্য করা হয়েছে।
যাওয়া ৫(পাঁচ) টাকা এবং আসার জন্য ৫ (পাঁচ)টাকা খুচরা টাকা দিলেও তারা নিতে চায় না।বিভিন্নভাবে জনসাধারণকে হেনস্থা করে। কিন্তু পরিতাপের বিষয় এই যে একই দিনের ভিতরে যাওয়া-আসা করতে হবে। তা না হলে পরবর্তী নতুন দিনের জন্য নতুনভাবে টোল আদায়ের টিকিট নিতে হবে। কিন্তু আদায়কারীরা যখন টিকিট প্রদান করে তখন বলে দেওয়া হয় আপনি পরবর্তী যেদিনই আসবেন সেদিনই আপনার জন্য এই টিকিট গ্রহণযোগ্য হবে। এমনটা হওয়ার কথা থাকলেও তারা কথা রাখেনা।তাদের সাথে তর্ক করতে গেলে তারা বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করে এবং অপমান জনক কথা বলে। এ থেকে সাধারণ মানুষ মুক্তি চায় । প্রতিদিন এই ব্রিজ দুটি দিয়ে হাজার হাজার মোটরসাইকেল ও লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত আসা-যাওয়া করে। কিন্তু সাধারণ মানুষ কোনভাবেই এর থেকে পরিত্রাণ পাচ্ছে না।
আসলে এদের খুঁটির জোর কোথায়।