…..কলমে- প্রদীপ কুমার
তারিখ- ৩০/০৪/২০২৪ ইং
দুই চাকার এই হাওয়ার গাড়ি
চলতে চলতে ঠুস,
তবুও কেন এই মানুষের
হয়না একটু হুস।
বিবেক বুদ্ধি হারিয়ে গেছে
লোভ লালসার কাছে,
নিজের ক্ষতি পরের ধ্বংস
আনছে আগে পাছে।
খাদ্যে ভেজাল কথায় মিথ্যা
করছে অহর নিশি,
ওরাই নাকি,আজ দেববরাহ
ওরাই মুনি ঋষি।
কোন দোষে যে হঠাৎ বুকের
হৃদপিন্ড হয় বন্ধ,
জেনে শুনেও নীরব মানুষ
দু’চোখ যেন অন্ধ।
কিসের নেশায় কেমন করে
সোনার মানুষ আড়ি,
জীবন খেলার সাঙ্গ বেলায়
হাওয়াই উড়ছে গাড়ি।