শিশুতোষ ছড়া
রোদে ভিটামিন ডি
শাহজালাল সুজন
ঢাকা- গাজীপুর।
ভোর বেলাটা দুপুর হয়ে
রোদ করে যে ধাওয়া,
ভিটামিন ডি গলে গিয়ে
বন্ধ করে হাওয়া।
খোকা সোনা এক দৌড়েতে
ঘরের ভিতর বসে,
খাতা কলম হাতে নিয়ে
অঙ্কটা যে কষে।
অঙ্কের সূত্র মিলে না তো
ভিটামিন রয় রোদে,
বিজ্ঞান বইয়ে চোখ বুলিয়ে
অজ্ঞানটা হয় বোধে।
ভোরের রোদে শরীর কেন
এত বেশি ঘামে,
এই ভিটামিন দেহের জন্য
ক্ষতি করে চামে।
নিশ্চুপ হয়ে খোকা সোনা
কয় না কোন কথা,
বইয়ের মাঝে মন বসে না
খোকার মনে ব্যথা।