স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন, নেত্রকোণা কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুন খন্দকার, উপ—পরিচালক, স্থানীয় সরকার, মোঃ আশিক নূর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অনিমেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। সভাপতিত্ব করেন রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এ ছাড়াও ১০টি উপজেলা থেকে প্রতিযোগীদের নিয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ। আয়োজনে জেলা প্রশাসক সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এতে জেলা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি সন্তানদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হওয়ায় সকলে মধ্যে আন্তরিকতার সেতুবন্দন সৃষ্টি হয়েছে। এ সময় জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের মধ্য এক মিলন মেলা সংঘঠিত হয়। আনন্দিত হয়েছে কোমলমতী শিশু কিশোর ও অভিভাবকবৃন্দ। শিশুদের পরিবারের সাথে জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় অনুষ্ঠনটি আরো প্রানবন্ত হয়ে উঠে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ