স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ পৌর শহরের হাছন নগর এলাকায় সরকারি শিশু পরিবার বালিকায় সকল শিক্ষার্থীদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন মরমী কবি দেওয়ান হাসান রাজার বংশধর ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীর দ্বিতীয় পুত্র দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স,তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী,
শুক্রবার (১৭ নভেম্বর ) বিকালে হাসন নগর সরকারি শিশু পরিবারের হল রুমে ৭৪ জন শিক্ষার্থীদের মাঝে এসব খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাকির হোসেন রাজিব'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স।
প্রিন্স তার বক্তব্যে বলেন,
আমি এবং বন্ধুরা মিলে গত ভয়াবহ বন্যায় এবং করোনা কালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহায়তা করেছি।
রিকশা চালক সহ অসহায় মানুষকে সাহায্য করেছি।
আমরা আজকে সরকারি শিশু পরিবারের ( বালিকা) মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী সহ নুরানি কায়দা বিতরণ করেছি।
প্রিন্স বলেন,মহানবী হযরত মোহাম্মদ ( সঃ,) বলেছেন, " তোমরা এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তায়ালা তোমাদের মনকে নরম করে দিবেন"।
আমরা মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে অন্যরাও মানুষকে সাহায্য করবে।
ভবিষ্যতে এইরকম আরও উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করতে আমরা সকলের দোয়া ও ভালবাসা চাই।
জাকির হোসেন রাজিব তার বক্তব্যে বলেন,আমরা বন্ধুরা মিলে এতিমদের পাশে থেকে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।আমরা আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে যেন অসহায় মানুষকে সাহায্য করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি,এইজন্য সকলের কাছে দোয়া চাই।
রাধানগর এলাকার রয়েল কোচিং একাডেমির পরিচালক মাসুম আহমেদ বাবলু বলেন,
প্রিন্স এস এস সি পরীক্ষার্থী। অথচ,এত ভালো উদ্যোগ গ্রহণ করে, তার বন্ধুরা মিলে মানুষের সেবা ও সাহায্য করে, যার প্রশংসা করতেই হয়। তাদের এমন মহৎ কাজে নিজেও উপস্থিত হতে পেরে ধন্য মনে করছি।আমি আশা করি প্রিন্স ভবিষ্যতে আরও ভালো কাজ করবে, মানুষকে সাহায্য করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন,অভিঙ্গান দাস সামন্তন,সাইমন দিদার,নিহান দেব,ফয়সল আহমেদ,আরামন হোসাই সাইফ,আদিব,জিসান,পিয়াল,তালহা,রিয়াদ, সুহেল আহমদ,রাফি, প্রমুখ
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ