ঝিনাইদহ ক্রাইম রিপোর্টার জসিম
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী বাদেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হওয়ার অভিযোগ উঠেছে।
১৭ ই মার্চ ২০২৪ রোজ রবিবার সকাল ৯ টা ৩৫ মিনিটে ঐ স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালনের সংবাদ সংগ্রহে গিয়ে দেখা যায় সেখানে উক্ত অনুষ্ঠানের আয়োজিত হওয়ার মত কোন লক্ষ্মণ দেখতে পাওয়া যায়নি।স্কুলের সামনের গ্রীলের দরজা খুলে বসে আছেন চতুর্থ শ্রেণির কর্মচারী। এর পর স্কুলে প্রবেশ করেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুম রেজা। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস কিন্তু কোন শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রীদের দেখা যাচ্ছে না।শিশু ও ছাত্র ছাত্রীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শৈশব,কৈশোর এর ইতিহাস রাজনৈতিক ইতিহাস তুলে ধরার জন্য এবং তার যাবতীয় কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের নিকট তুলে ধরা শিশু শেখ রাসেলের ইতিহাস তুলে ধরাই এই দিবসের সার্থকতা তাহলে ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে না কারণ জানা যাবে।তিনি জানান রেজুলেশন করে প্রধান শিক্ষক সহ সকলের স্বাক্ষরিত সিদ্ধান্ত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে শুধু স্কুল পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলী।ছাত্র ছাত্রীদের বাদ দেয়া হয়েছে কারণ আগামীকাল সোমবার এখানে এসএসসির প্রাক্টিক্যাল পরিক্ষা হবে সেই কারণে। আজতো পরিক্ষা নেই এবং কাল পরিক্ষা হবে শুধু প্রাক্টিক্যাল এই কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান যাদের নিয়ে হবে সেটা বাদ দেয়া হলো। গণমাধ্যম কর্মীরা স্কুলে অবস্থান কালে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে না আসায় । এবিষয়ে
প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি জানান আমরা বেলা ১০ টার সময় অনুষ্ঠান করবো। ছাত্র ছাত্রীদের কি অনুষ্ঠানের বিষয় জানানো হয়েছে। প্রধান শিক্ষক বলেন আমরা শিক্ষকদের মাধ্যমে জানিয়েছি।কিন্তু ছাত্র ছাত্রীদের বাদ দিয়ে অনুষ্ঠানের যে রেজুলেশন করা হয়েছে সাবেক প্রধান শিক্ষক মাসুম রেজা বলেছেন সেটা প্রধান শিক্ষক অস্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী অশোক সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান ছাত্র ছাত্রীদের তো রাখতে হবেই।তবুও আমি দেখছি চিঠিতে কি লেখা আছে। আমি প্রধান শিক্ষক এর নিকট শুনবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মের নিকট জানতে চাইলে তিনি জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানান।আমি বিষয়টি দেখছি।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মালেক জানান ছাত্র ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান করতে হবে। কারণ এটা তো ছাত্র ছাত্রী শিক্ষক ও পরিচালনা কমিটি সমন্বয়ে করার কথা। তবে কোন স্কুল ছাত্র ছাত্রীদের বাদ দিয়ে করেছে অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয় ও শিশু শেখ রাসেলের ইতিহাস চিরতরে মুছে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গোপন করতেই এই পরিকল্পনা করে ছাত্র ছাত্রীদের বাদ দেওয়া হয়নি তো সেটাই এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।