স্টাফ রিপোর্টার মোঃ রাশেদ বাহাদুর:
নারায়ণগঞ্জ: বন্দরে শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে সজিব চন্দ্র দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে ২২নং ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজিব চন্দ্র দাস বন্দর বাজার পোষ্ট অফিস এলাকার বিন্দু চন্দ্র দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শহিদুল ইসলাম।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, হোসিয়ারী শ্রমিক সজিব প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৯টায় কর্মস্থল নারায়ণগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সোয়া ৯টায় নদী পারপারের জন্য চলন্ত ট্রলারে উঠার সময় পা পিছলে নিচে পড়ে যায়। সাঁতার জানা থাকলেও মৃগী রোগী হওয়ায় আকস্মিকভাবেই সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ধরাধরি করে তাকে উদ্ধার করে।
এব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শহিদুল ইসলাম দৈনিক বিকাল বার্তাকে
জানান, সকালে ওই যুবক হাটার সময় ঘাট থেকে পানিতে পড়ে যায়। সে সাতরে উঠতে পারে নি। পরে ঘাট মালিকের সঙ্গে নিহত সজিবের পরিবরের বিষয়টি সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ