সোহানুর রহমান রংপুর জেলা প্রতিনিধি: অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষসহ শীতার্তদের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে রংপুর প্রেসক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মেয়র মোস্তাফিজার রহমান বলেন, যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত হাত গুটিয়ে না রেখে মানুষের জন্য কিছু করা। এখন শীতে জবুথবু অবস্থা। মানুষের অবস্থা কাহিল। যারা দিনমজুর তারা ঠিকমতো কাজে যেতে পারছে না। এমন মানুষের জন্য আমাদের সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সমাজের সবাই যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করলেই অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষজন একটু হলেও ভালো থাকবে। শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনায় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রাকিবুস সুলতান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, কোষাধ্যক্ষ একেএম শরীফুজ্জামান বুলু, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু, কার্যকরী সদস্য সদরুল আলম দুলু, আব্দুর রউফ সরকার, সোহানুর রহমান, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল প্রমুখ।