জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলন আগামী ১৯ জানুয়ারি ২৪’ইং শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে পরেরদিন বা ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
জানা গেছে হবিগঞ্জ জেলার উল্লেখযোগ্য একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.)-এর স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জে প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে৷ উক্ত সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ওলামা মাশায়েখ ও ইসলামী স্কলারগণ মূল্যবান বয়ান পেশ করবেন।
শুক্রবার হবিগঞ্জ সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হইবে এবং জুমার নামাজের বয়ান ও ইমামতি করবেন আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ মাওদুদ মাদানী ভারত। উক্ত আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে ধর্মপ্রাণ মুসলামনদের অংশগ্রহণের আহ্বান জানান জামিয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসরুরুল হক।