1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
শেরপুরের গারো পাহাড়ে সাধু লিও’র খ্রিষ্টান ধর্মপল্লীতে আজ থেকে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থ উৎসব - Bikal barta
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ৯:৩৭|
সংবাদ শিরোনামঃ
পলাশবাড়ী সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ,,,, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে যবিপ্রবি জ্বালানি তেল চুরির সিন্ডিকেট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ডিসেম্বরের মধ্যে ভোট সৈয়দপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার সৈয়দপুরে মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার জিয়া দেশে ফিরবেন চিকিৎসকরা অনুমতি দিলে খালেদা স্কুল থেকে বাড়ি ফিরা হয়নি ছাত্র সামাদ এর মা বাবার কান্না কিছুতেই থামছে না–নিখোঁজ সংবাদ কিয়ামতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিলে রক্ষা নেই! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। শেরপুরে কৃষি জমিতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিক মৃত্যু ২

শেরপুরের গারো পাহাড়ে সাধু লিও’র খ্রিষ্টান ধর্মপল্লীতে আজ থেকে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থ উৎসব

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪,
  • 53 জন দেখেছেন

 

মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের গারো পাহাড়ে বারোমারী সাধু লিও’র খ্রিষ্টান ধর্মপল্লীতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থ উৎসব। অনুষ্ঠান ঘিরে গারো পাহাড়সহ বৃহত্তর ময়মনসিংহ জুড়ে বইছে উৎসবের আমেজ। এই উৎসবে অর্ধ লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেবেন। পাহাড়ের বুকে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে তৈরি এই ধর্মপল্লীতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তীর্থযাত্রা।ভারত সীমান্তঘেঁষা বারমারী সাধু লিওর ধর্মপল্লীতে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ও শুক্রবার (১ নভেম্বর) ক্যাথলিক খ্রিষ্টানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে তীর্থ স্থানটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা।‘মিলন, অংশগ্রহণ ও প্রেরণকর্মে ফাতেমা রাণী মা মারিয়া’ এই মূলসুরে এবার ২৬তম তীর্থোৎসব অনুষ্ঠিত হবে। ১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বারমারী সাধু লিওর এ ধর্মপল্লীটি ১৯৯৮ সাল থেকে বার্ষিক তীর্থ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।প্রতি বছর অক্টোবরের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় ফাতেমা রাণীর তীর্থোৎসব। শুধু শেরপুর নয়, দেশ বিদেশের প্রায় লাখো পুণ্যার্থী অংশ নেন এই তীর্থযাত্রায়। তীর্থ উৎসবের মূল আকর্ষণ আলোক শোভাযাত্রা।

এছাড়া রয়েছে প্রার্থনা, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ, মহা-খ্রিষ্টযোগসহ নানা অনুষ্ঠান। এবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা মহা-ধর্ম প্রদেশের সহকারী বিশপ সুপ্রত গমেজ।বারোমারী মিশনের ফাদার তরুণ বানোয়ারী বলেন, ‘প্রার্থনা অনুপ্রেরণা, ফাতেমা রানীর মা মারিয়া’, ‘যে পরিবার একত্রে প্রার্থনা করে, সে পরিবার একত্রে বাস করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে এবং নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।শেরপুরের সহকারী পুলিশ সুপার ও নালিতাবাড়ী সার্কেল মো. দিদারুল ইসলাম জানান, তীর্থ উৎসবে ৩শ পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!