মোঃ মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজার থেকে বকশিগঞ্জ যাওয়া মহাসড়কের মুকসুদপুর নয়াপাড়া গ্রাম সংলগ্ন অটো এবং মাহিন্দ্রা মিনি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৫:৪৫ মিনিটে ওই দূর্ঘটনা ঘটে। অটোটি নন্দীর বাজারের দিকে যাচ্ছিলো। হঠাৎই উলটো দিক থেকে আসা একটি মাহিন্দ্রা মিনি ট্রাক অটোটিকে ধাক্কা মারে। তারা সকলেই শেরপুর সদর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর দ্রুত পৌঁছয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রা মিনি ট্রাকের এসিস্ট্যান্ট মোঃ শুকুর আলী (৩৫) মারা জান। নিহতর বাড়ী ১০ নং চরপক্ষীমারি ইউনিয়নের চুনিয়ারচর গ্রামে বলে জানা গেছে। আহত চার জনের মধ্যে অটো চালক মোঃ সোহেল মিয়া (৩২)তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকী ৩ জন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ইতিমধ্যেই শেরপুর সদর থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটে, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা মিনি ট্রাকটি ধাক্কা মেরেছিল অটোটিকে।