মোঃ মাকসুদুর রহমান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের বাবর এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেড এর প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেমের ছেলে অর্থ আত্মসাৎ ৭০টি মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ১৮টি মামলাসহ ৮৮টি মামলার আসামী কামরুজ্জামান সুজন এবং ৪টি মামলার পরোয়ানা ভুক্ত কামরুল হাসানকে ৯ ফেব্রুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার তুরাগ থানার রাজউক উত্তরা থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুজ্জামান সুজন ও মোঃ কামরুল হাসান শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মৃত আবুল হাসেমের ছেলে।
জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলমের সার্বিক তত্বাবধানে এসআই মোঃ নজরুল ইসলাম, এসআই আশিকুর রহমান, এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ৯ ফেব্রুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার তুরাগ থানার রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প সেক্টর-১৮, ব্লক-এ থেকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআর সাজাপ্রাপ্ত ৭০টি ও সিআর সাধারণ ১৮টি মামলাসহ ৮৮টি পরোয়ানা ভুক্ত আসামী কামরুজ্জামান সুজন এবং সিআর সাধারণ ৪টি মামলার পরোয়ানা ভুক্ত আসামী কামরুল হাসানকে গ্রেফতার করে।
এ উপলক্ষে শেরপুর সদর থানা প্রাঙ্গণে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলমের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।