মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত উপলক্ষে টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে ৩৭ জন প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপকরণের মধ্যে রয়েছে ৩২টি হুইল চেয়ার, ১টি কর্ণার চেয়ার, ২টি ট্রাইসাইকেল ও ২টি ওয়াকার।
পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, শেরপুর সদর এমওডিসি ডাঃ রুবাইয়া তাসমিন রুম্পা, ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কি, ইন্সপেক্টর আঃ ওয়াহিদ, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী একেএস মঞ্জুরুল হক প্রমুখ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসানসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধীদের অভিভাবক ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ