মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মেম্বারদের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।২১ অক্টোবর রোববার দুপুরে শহরের পৌর পার্ক মাঠে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের এর মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি এস এম শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস আই শাহীন সাফওয়ান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মোঃ লাল মিয়া, সহ-সভাপতি হাসনা হেনা, সদর উপজেলার মোহাম্মদ লাল মিয়া, নকলা উপজেলার সভাপতি বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা শাখার মোঃ রনি মিয়া, সদর উপজেলার আরজু মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশে একমাত্র ইউনিয়ন পরিষদের মেম্বাররাই তৃণমূল জনগণের সার্বিক সেবা প্রদান করে থাকেন। এই জনপ্রতিনিধিদের বাতিল করা হলে তৃণমূল পর্যায়ের জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। তাই বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে দাবি ইউনিয়ন পরিষদ যেন বাতিল না করা হয়। অন্যথায় তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।