মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের ঘোষিত ১ দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করছেন শেরপুর জেলার নার্সরা। তাদের দাবি- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে।মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নার্সরা এ কর্মবিরতি পালন করেন।
এ সময় মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের পক্ষ থেকে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় নার্স ও মিডওয়াইফের সদস্যরা বিশেষ স্কোয়াড গঠনের মাধ্যমে হাসপাতালের কেবল জরুরি সেবা চালু রেখে হাসপাতালে সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয়। এসময় নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক শিখা রানি সরকার, সদস্য সচিব মো. গোলাম রাব্বানী, হাসপাতালের সুপারভাইজার রাশিদা আক্তার, নার্সিং ইন্সট্রাক্টর শরিফা আক্তার, সিনিয়র স্টাফ নার্স আছরিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামীকালের মধ্যে তাদের দাবি না মানা হলে তাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।শেরপুর জেলার সকল উপজেলায় অনুরোধ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।