মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সদর উপজেলার কুমরী বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা আব্দুল বাতেন, সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল আওয়াল, সহকারী মৌলভী, মাওলানা নূরুল আমিন,সহকারী শিক্ষক (গণিত) শামসুল হক, সহকারী শিক্ষক, লুৎফর রহমান, নূরুল ইসলাম, সৌদী মুবাল্লিগ, মাওলানা সাদেক আলী আল-মাদানীকে সংবর্ধনা দেওয়া হয়।সহকারী মৌলভী আব্দুর রহমান, মাওলানা ফারুক হোসেন ও সহকারী শিক্ষক (গণিত) এ এইচ কে ইমদাদুল হক মৃত্যু বরণ করায় তাদের পরিবারের সদস্যদের কাছে সংবর্ধনা প্রদান করা হয়।
কুমরী বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: আখতারুজ্জামান এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো: আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, সদর উপজেলার আমির ও কুমরী বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আতাউর রহমান, কারী লোকমান হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররমসহ অত্র মাদরাসার ২০২৩ ব্যাচের জুবাইদুল ইসলাম, ২১ ব্যাচের ইসরাফিল, ২০ ব্যাচের মাহফুজ, ১৯ ব্যাচের শফিকুল ইসলাম, ১৮ ব্যাচের তাজুল ইসলাম, ১৬ ব্যাচের রোহান, ১৪ ব্যাচের মাহমুদুল হাসান,১৩ ব্যাচের খোরশেদ আলম, ৯ ব্যাচের রাকিবুল হাসান, ৮ ব্যাচের এম এস আজিজ মদিনা, ৭ ব্যাচের দেলোয়ার হোসেন, ৪ ব্যাচের আবু সাঈদ ও ২০০১ ব্যাচের আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ