মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুর জেলায় চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে ১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে আসা চাকুরীচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা ৩ দফা দাবি সমূহ লিফলেট পথচারীদের মাঝে বিতরণ করেন। তিনদফা দাবির মধ্যে রয়েছে- পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবী জানানো হয়। সেই সাথে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকুরীতে পুনর্বহাল এবং যোগদান করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (৬) ধারা অবশ্যই বাদ দেয়ার আহ্বান জানান।
এদিকে তারা আরো জানান, আমরা ক্ষতিগ্রস্থ বিডিআর, এদেশেরই সন্তান। এদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তায় আমরা সীমান্তে প্রহরারত ছিলাম। মহান মুক্তিযুদ্ধে আমাদের ২ জন বীর শ্রেষ্ঠ সহ অসংখ্য বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক রয়েছেন এবং মহান স্বাধীনতা সংগ্রামে অনেকেই জীবন দিয়েছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরাই একমাত্র বাহিনী ছিলাম যারা সীমান্তে নাফযুদ্ধ, পাদুয়ার যুদ্ধ ও বরাইবাড়ী যুদ্ধ সহ অসংখ্য সীমান্ত যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। তাই দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইলো আপনারা আমাদের এই যৌক্তিক দাবীর সাথে একাত্ততা প্রকাশ করে আমাদেরকে দাবী আদায়ের সহায়তা করেন এবং জাতিকে কলংক মুক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সিপাহী হাবিবুর রহমান, হুমায়ুন কবীর, জসিম উদ্দিন, এমদাদ।
মানববন্ধন কর্মসূচি শেষে শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ