মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:দীর্ঘ আট বছর পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ৩ নভেম্বর রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
৪ নভেম্বর সোমবার দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি প্রদান করেন।
আব্বায়ক হযরত আলী সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও আমাকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোঘনা করা হয়। পরবর্তীতে ২০১৯ সালে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
আমি দলের সবাইকে নিয়ে শেরপুর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। অতি দ্রুতই জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ