মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলার ব্রিজপাড় এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম আলী।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। একটি প্যাকেটে যে পরিমাণ খাদ্যসামগ্রী রয়েছে, তাতে পাঁচ সদস্যের একটি পরিবারের ৩ দিন চলবে। এছাড়া ১ হাজার টাকা করে ১০ জনকে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক শাহজাহান আলী। ওইসময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুবেল, মো. আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান কমল, মো. কামরুল হাসান কামরান, এরশাদ মোল্ল্যা, মনিরুজ্জামান সোহাগসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ঝিনাইগাতী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ জানান, গত ৩ অক্টোবর রাতের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় এ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পর থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ১০ হাজার মানুষ ত্রাণ সহায়তা দিয়েছে। তাই যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার নির্দেশনায় এ খাদ্যসামগ্রী বিতরণ করলেন তারা।