মোঃ মাকসুদুর রহমান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের গারো পাহাড়ে ফসলি জমিতে দেয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) রাত ১০টার দিকে গারো পাহাড়ের মধুটিলা এরিয়া পূর্ব সমশ্চূড়া গ্রামে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এই ঘটনায় ওই জমির মালিক জিয়াউর রহমান জিয়া(৩৫ ) নামের একজনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি প্রতি রাতেই খাবারের সন্ধানে লোকালয়ে আসে বন্য হাতির পাল। এতে ফসলের জমি বাঁচাতে কৃষকরা বিভিন্নভাবে হাতি তাড়ানোর চেষ্টা করেন।
বৃহস্পতিবার রাত দশটার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল পূর্ব সমশ্চূড়া পাহাড়ের এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায়
মধুটিলা রেঞ্জের রেঞ্জ অফিসার রফিকুল ইসলাম বলেন, একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দেয়া জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হাতির ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তবে এই ঘটনায় জমির মালিককে আটক করা হয়েছে।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ