মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার চার আসামিকে শেরপুরের ঝিনাইগাতীর তিনআনি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন– ঝিনাইগাতীর চিকাপাড়া মালিঝিকান্দার মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁওয়ের মো. জাহিদুল ইসলাম (৩৮), হাসলিগাঁওয়ের মো. নিজাম উদ্দিন (৩৯) ও শেরপুর সদরের ধানুয়া পাড়ার মো. হুমায়ূন কবির (৬০)।বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীর তিনআনি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।
র্যাব জানায়, গত ৪ আগস্ট ঢাকাসহ সারা দেশে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামে একজন ছাত্র নিহত হয়। নিহতের ভাই মো. আমিনুল ইসলাম ডিএমপি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি মোশারফ হোসেনকে তিনআনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আন্দোলনে শেরপুরে হামলার ঘটনায় শেরপুর সদর থানায় হত্যাচেষ্টার অপর মামলার আসামি জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে তাদের।