মোঃ মাকসুদুর রহমান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের আয়োজনে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। বহু দলের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি এদেশের কৃষক ও মানুষকে একটি স্বনির্ভর জাতি হিসেবে উপহার দিয়েছেন। সবার কাছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, জাতীয়বাদী আদর্শের শক্তির সঙ্গে একত্র থেকে আগামী দিনে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলনের সাথে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট সামিউল ইসলাম আতাহার ও এডভোকেট মুখলেছুর রহমান জীবন, দপ্তর সম্পাদক সেলিম শাহী, সহ সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিষ্টার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সহ সভাপতি মীর কাশেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাধল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, সাবেক পৌর কাউন্সিলর রাশেদুজ্জামান রানা, যুবদল নেতা ইমন, মহিতুজ্জামান মেনন, রফিকুল ইসলাম, আরিফুর রহমান, জাহিদ হাসানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।