মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে নকল সারের গোডাউনে অভিযান চালিয়ে ৪শ বস্তা সার জব্দ করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাপমারী এলাকায় নকল সারের গোডাউনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনীর ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে ভারত থেকে আনা ৪শ বস্তা জীপসাম সদৃশ্য সার জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় একটি ট্রাকভর্তী প্রায় ৪শ বস্তা সার গোডাউনে নামানো হয়। এসময় যৌথ অভিযানের টিমের কাছে গাড়ির হেলপার কোন বৈধ কাগজ-পত্র দেখাতে পারেনি। অভিযানের সময় গোডাউন মালিক রুবেল মিয়া পালিয়ে যায়।
শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, সেভেন কে আর কোম্পানিটির সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও আটককৃত সার গুলো বস্তায় কোন ট্রেডমার্ক বা নাম না থাকায় এগুলো আসল না নকল ল্যাবটেস্ট ছাড়া সনাক্ত করার কোন উপায় নেই। তাছাড়া যে পরিবেশে প্যাকেটজাত করা হচ্ছে তা মান সম্পর্ণ নয়। আমদানিকৃত সার গুলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা হয়েছে এমন কোন প্রমান বা কাগজপত্র দেখাতে পারেনি।
আটককৃত সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ