মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নকলা উপজেলা হলপট্টি মোড়ে ৮ ডিসেম্বর রোববার রাত ২টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। তাঁরা হলেন মোঃ নয়ন (২২), মোঃ রাছেল (২৪) ও মোঃ আলামিন (২৮) নামে কুখ্যাত তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ নওশেদ এর ছেলে মোঃ নয়ন, তারাকান্দি গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে মোঃ রাছেল ও মধ্য তারাকান্দি গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোঃ আলামিন (সিএনজি ড্রাইভার)।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ, কং আশরাফুল ইসলাম, আজিজুল হাকিম, রাশেদ মাহমুদ, অনিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার নকলা উপজেলার শেরপুর টু ময়মনসিংহ রোড় হলপট্টি মোড় এলাকায় মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি সিএনজির গতিরোধ করলে মাদক কারবারি মোঃ নয়ন, মোঃ রাছেল, মোঃ আলামিনকে আটক করে। পরে ওই সিএনজি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার বড় ১০টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ তিন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা এক স্বীকারোক্তিতে বলেন তারা সিএনজি দিয়ে গাঁজা পরিবহন করেন এবং শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে। ওই তিন মাদক কারবারিকে রোববার দুপুরে নকলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ