শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে মুসলিম নগরে (ব্রাহ্মণগ্রাম)
স্থানীয় একটি সংগঠনের নিজ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,অদ্য ১৯ অক্টোবর শনিবার খলিলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শেরপুর মুসলিম নগরে(ব্রাহ্মণগ্রাম) স্থানীয় সংগঠন মুসলিম নগর ঐক্য পরিষদের নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বিগত কয়েক দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করছে।
মুসলিম নগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেজিম বখস এর সার্বিক সহযোগিতায় উক্ত রাস্তা সংস্কারের ও গাইড ওয়ালের কার্যক্রম শুরু হয় বিগত ৩/৪ দিন পূর্বে।
মুসলিম নগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেজিম বখস জানান এলাকাবাসী ও আমার সংগঠন এর সার্বিক সহযোগিতার ভিত্তিতে আমি আমার এলাকার উক্ত রাস্তা সংস্কার এর কাজ সম্পন্ন করতে পেরেছি এলাকাবাসী সহযোগিতা না করলে হয়তো এই কাজটি করা সম্ভবপর হতো না।
এসময় আরো সহযোগিতায় ছিলেন মুসলিম নগর ঐক্য পরিষদের সভাপতি দুদু মিয়া,সহ সভাপতি ফরহাদ হোসেন দিপু,হাফিজ মিয়া,কালাম মিয়া,মোফাদ আহমেদ মোরাদ,শামিম আহমদ, ক্যাশিয়ার ফয়ছল মিয়া,প্রমুখ।