ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে মো. ইমন মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া জামালপুর জেলার উত্তর কালিকাপুর গ্রামের মো. জামেদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইমন মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও তার শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে শব্দ শুনে হঠাৎ স্ত্রীর ঘুম ভেঙে গেলে দেখতে পায় যে তার স্বামী গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। সাথে সাথে স্ত্রী চিৎকার চেঁচামেচি করলে আশপাশ থেকে লোকজন ছুটে এসে ইমন কে ঝুলন্ত অবস্থা থেকে নীচে নামায়। নামানোর কিছুক্ষণের মধ্যেই রাত অনুমান ৩ টার দিকে মৃত্যুবরণ করে।
রায়গঞ্জ থানার এসআই ( নিঃ) অনুপ কুমার সরকার বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছি। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।