রাসেল আহমেদ সাগর
শ্যামল ও সুন্দরী তুমি
শ্যামল তোমার চাঁদ বদন,
ফেরানো যায়না আঁখি
দেখিতে চায় বারেবার মন।
গোলাপি ঠোঁটের কোনে
তোমার মিষ্টি হাসি,
কেড়ে নিলো মন
নিমেষেই বানালো উদাসী।
টানাটানা আঁখি গুলো
জাদুর দুই রশি,
গলায় প্রেমের ফাঁস
আমি তোমায় ভালোবাসি।
শ্যামল কন্যা তোমার
প্রেমের ডিঙ্গায় আমায় তুলে নাও,
কাছে নিয়ে ভালবাসার
সুখময় বাসর সাজাও।
বুঝতে পারো কি গো
শ্যামল কন্যা আমার মনের বেদন,
তবে কেন দূরে তুমি
হও নাগো পিয়াসী করো মোরে
তোমার শুধু তোমার আপন।