নুরুল কবির, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকজনতার অধিকার আদায়ের আন্দোলনের আদর্শিক ভিত্তি হতে হবে ইসলাম। ইসলামের সাম্যচেতনা ও ইনসাফের ধারণাকে উচ্চকিত করেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী শ্রমনীতি কায়েম করতে পারলেই শ্রমিকদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক মর্যাদা নিশ্চিত হবে। তাই শ্রমিকজনতার মুক্তির লক্ষ্যে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আত্মনিয়োগ করেছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সদস্য সম্মেলনে সভাপতির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিকনেতা ডা. আবদুল ওয়াছি। সভাপতি এস এম লুৎফর রহমান তিনি আরও বলেন, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামেই নিহিত রয়েছে। নিপীড়িত, বঞ্চিত, অধিকারহারা মানুষ ইসলামের কোলেই সর্বদা আশ্রয় পেয়েছে। মানবতার মহান বন্ধু, নেতা ও শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার অনুপম নজির আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই আজ আমাদেরকে শ্রমিকজনতার মাঝে আল কুরআন ও আল হাদিসের আলো জ্বেলে সকল জুলুম, অন্যায়, অবিচারের অন্ধকারকে দূর করতে হবে। অতএব, আসুন আজ ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার এই অগ্রযাত্রায় সকলে একীভূত হই। সম্মেলনে আরো বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা সাইদুর রহমান, মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন প্রমূখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ