নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোণা জেলা সহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবিতে নেত্রকোনায় শ্রমিক দলের মানববন্ধনের প্রস্তুতিকালে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
৭ জানুয়ারী, মঙ্গলবার জেলা পাবলিক হলের সামনের সড়কে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এতে জেলা শ্রমিক দলের সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ অন্তত আটজন আহত হয়েছেন।
সকাল থেকেই নেত্রকোনা পরিবহন শ্রমিকদের ব্যানারে মানববন্ধনের জন্য জড়ো হতে থাকে জেলা শ্রমিক দলের একাংশ। এ সময় রিপনের বিরোধী পক্ষ মানববন্ধন শুরু করতে গেলে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতেই দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মানববন্ধনকারীদের ব্যানার ছিনিয়ে নেয় রিপনের সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও জানা যায়, গত ৪ জানুয়ারি অসাংগঠনিক ও সংগঠনবিরোধী কাজের অংশ হিসেবে স্থানীয় পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগে তারিফুর রহমান রিপনকে সাত দিনের ভেতর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওই নোটিশে স্বাক্ষর করেন। নোটিশকে কেন্দ্র করে মানববন্ধনের আয়োজন করে শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান, সহ সম্পাদক আব্দুল কাইয়ুম, নেত্রকোণার জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি আব্দুল জলিলসহ অন্যরা।
এদিকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন জানায়, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি জানান, ‘মানববন্ধনে উপস্থিত কেউ শ্রমিক দলের জেলা কমিটির সদস্য না। ৫ আগস্টের পর আওয়ামী লীগের সমর্থনপুষ্ট একটি অংশ শ্রমিক দলে প্রবেশের জন্য নানাভাবে পাঁয়তারা শুরু করেছে। তারাই কেন্দ্রে এ অভিযোগ পাঠিয়েছে। আমি দ্রুততম সময়ে এ অভিযোগের প্রেক্ষিতে উত্তর দেব।’
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ